ব্যবস্থা নিন

চট্টগ্রাম সহ সমগ্র বাংলাদেশকে জীবাশ্ম জ্বালানির কবলমুক্ত রাখুন

আসুন, প্রাণপ্রকৃতি, জনস্বাস্থ্য, জাতীয় অর্থনীতি ও বৈশ্বিক জলবায়ু রক্ষার্থে বাংলাদেশকে জীবাশ্ম জ্বালানীমুক্ত রাখি।

স্থানীয় বাসিন্দাদের জীবন-জীবিকা ও চট্টগ্রামের জীববৈচিত্র্য রক্ষা করতে এবং জলবায়ু পরিবর্তন রোধের লক্ষ্যে জীবাশ্ম-জ্বালানিভিত্তিক প্রকল্প বন্ধের দাবি জানিয়ে জেনারেল ইলেক্ট্রিক, মিৎসুবিশি, জেরা, জাইকা সহ অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলোকে ইমেইল করুন।

Main action form - Bangla

Name(Required)
(এই বার্তা আপনি এডিট বা সম্পাদনা করতে পারেন। বার্তার শেষে আপনার নাম স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে।)
I want updates about the Fossil Free Chattogram campaign
I want updates about other Market Forces campaigns
Hidden
TOOK ACTION: Fossil Free Chattogram website

 

দায়বর্জন-বিবৃতি

আপনি যদি উপরোল্লিখিত প্রতিষ্ঠানগুলোকে পার্সোনালাইজড বা ব্যক্তিগতকৃত বার্তা পাঠাতে চান, তাহলে আপনার তথ্য তাদের কাছে পাঠানো হবে। অন্যথায় তা মার্কেট ফোর্সেসের হাতেই থাকবে। মার্কেট ফোর্সেস আপনার ব্যক্তিগত তথ্য অন্য কোনো তৃতীয় পক্ষকেও হস্তান্তর করবে না।

শুধু ক্যাম্পেইনের অগ্রগতি ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আপডেট জানানোর জন্য মার্কেট ফোর্সেস এই ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের সাথে যোগাযোগ করবে। ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদেরকে মার্কেট ফোর্সেস তার সাধারণ মেইলিং তালিকায় যোগদানের জন্য আমন্ত্রণ জানাতে পারে, তবে স্বয়ংক্রিয়ভাবে মেইলিং তালিকায় যুক্ত করবে না।

The beautiful beaches & landscapes of Chattogram are at risk from massive coal, LNG buildout. @MofaJapan_en @jica_direct_en #Mitsubishi #JERA @Official_Chuden @TEPCO_English: Stop your plans for polluting projects. Bangladeshis deserve a clean energy future. #fossilfreechattogram
#Matarbari1 construction is already harming communities in Chattogram. Japan is pushing more polluting coal and LNG in the region. @MofaJapan_en @jica_direct_en #Mitsubishi #JERA @Official_Chuden @TEPCO_English stop backing dirty energy now! #fossilfreechattogram
@MofaJapan_en @jica_direct_en #Mitsubishi #JERA @Official_Chuden @TEPCO_English: it’s time to put an end to your dirty coal and LNG plans in Bangladesh. Protect the climate and the beautiful region of Chattogram by backing renewables. #fossilfreechattogram https://fossilfreechattogram.com
Japanese companies are pushing climate-wrecking coal and LNG projects in Chattogram, Bangladesh. @MofaJapan_en @jica_direct_en @METI_JPN: Back clean, renewable energy not polluting coal and LNG. We demand #fossilfreechattogram https://fossilfreechattogram.com
The sandy beaches and lush green forests of Chattogram are at risk from coal and LNG buildout. @MofaJapan_en @jica_direct_en #Mitsubishi #JERA @Official_Chuden @TEPCO_English must stop harming the climate. End dirty energy plans now! #fossilfreechattogram https://fossilfreechattogram.com

চট্টগ্রাম অঞ্চলে জ্বালানি উৎপাদন পরিকল্পনাঃ সম্ভাব্য কার্বন বিপর্যয়

এই প্রতিবেদনে চট্টগ্রামে জীবাশ্ম জ্বালানিভিত্তিক প্রকল্পের বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।

পাহাড়, গহীন বন ও নয়নাভিরাম সমুদ্রসৈকতের জন্য বিখ্যাত চট্টগ্রামে গড়ে তোলা হচ্ছে বিশ্বের বৃহত্তম কার্বন বিপর্যয়। চট্টগ্রামকে কেন্দ্র করে জাপান ও যুক্তরাষ্ট্রভিত্তিক কিছু প্রতিষ্ঠান বাংলাদেশে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধির পরিকল্পনা করছে।

তাদের পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মোট জীবাশ্ম জ্বালানির দুই তৃতীয়াংশই পুড়বে এই চট্টগ্রামে।