ব্যবস্থা নিন
চট্টগ্রাম সহ সমগ্র বাংলাদেশকে জীবাশ্ম জ্বালানির কবলমুক্ত রাখুন
স্থানীয় বাসিন্দাদের জীবন-জীবিকা ও চট্টগ্রামের জীববৈচিত্র্য রক্ষা করতে এবং জলবায়ু পরিবর্তন রোধের লক্ষ্যে জীবাশ্ম-জ্বালানিভিত্তিক প্রকল্প বন্ধের দাবি জানিয়ে জিই ভার্নোভা, মিৎসুবিশি, জেরা, জাইকা সহ অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলোকে ইমেইল করুন।
Main action form - Bangla
দায়বর্জন-বিবৃতি
আপনি যদি উপরোল্লিখিত প্রতিষ্ঠানগুলোকে পার্সোনালাইজড বা ব্যক্তিগতকৃত বার্তা পাঠাতে চান, তাহলে আপনার তথ্য তাদের কাছে পাঠানো হবে। অন্যথায় তা মার্কেট ফোর্সেসের হাতেই থাকবে। মার্কেট ফোর্সেস আপনার ব্যক্তিগত তথ্য অন্য কোনো তৃতীয় পক্ষকেও হস্তান্তর করবে না।
শুধু ক্যাম্পেইনের অগ্রগতি ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আপডেট জানানোর জন্য মার্কেট ফোর্সেস এই ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের সাথে যোগাযোগ করবে। ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদেরকে মার্কেট ফোর্সেস তার সাধারণ মেইলিং তালিকায় যোগদানের জন্য আমন্ত্রণ জানাতে পারে, তবে স্বয়ংক্রিয়ভাবে মেইলিং তালিকায় যুক্ত করবে না।
ব্যয়বহুল এলএনজি’র বিস্তার: বিদেশিদের এলএনজি-সংক্রান্ত স্বার্থ যেভাবে বাংলাদেশের জন্য জলবায়ু ঝুঁকি তৈরি করছে
বর্তমানে বাংলাদেশ বেশ বড় ধরনের একটি জ্বালানী সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। উচ্চমূল্যে আমদানিকৃত জীবাশ্ম গ্যাস থেকে তৈরি বিদ্যুতের ওপর অতিনির্ভরশীলতার ফলেই দেশে বেড়েছে লোডশেডিংও।
এমতাবস্থায়, বাংলাদেশের উচিৎ ছিলো অস্থিতিশীল আন্তর্জাতিক জ্বালানি বাজারেরি উপর নির্ভরশীলতা কমিয়ে পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য দেশীয় জ্বালানিকে গুরুত্ব দেয়া। অথচ, তা না করে বিদেশী স্বার্থান্বেষী মহলের প্রভাবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার দিকে এগোচ্ছে বাংলাদেশ।